বসন্ত, এ কোন নতুন সাজে
এসেছ তুমি
চির যৌবন বেশ,
এলোকেশ চুমিছে ভূমি।
কৃষ্ণচূড়ার রক্তিম আভা
তোমার লাজুক মুখে,
মহুয়া ফুলের মদ-মত্ততা
ফুটে ওঠে ওই চোখে।
পলাশের রাঙা বেশে
মুকুলের সমাবেশে
মত্ত মধুকর
মধু লুঠে সুখে।