আজ মহামারীর কবলে ভারত
দুটি ভিন্ন ভারত।
একটি ভারত বিদেশ থেকে
আনল বয়ে রোগ,
একটি ভারত বন্দী ঘরে
পালন করে শোক।
একটি ভারত ফিরল ঘরে
বিশেষ জানবাহনে,
অপর ভারত হাঁটছে আজও
ফিরতে ঘরের পানে।
একটি ভারত দায়িত্বহীন
থোড়াই মানে নিয়ম,
একটি ভারত গাছের ডালে
দেখায় নিজের সংযম।
একটি ভারত অধিক দানী
অন ক্যামেরায় প্রচার,
একটি ভারত হাত পেতে আজ
দেখছে আশা বাঁচার।
দুটি ভারত এই সময়েও
ভিন্ন কেন আজ
মড়ার জন্যই মহামারী
তবু নেই তোমাদের লাজ ?