আকাশ মালিক বাতাস মালিক,
প্রশ্ন গুলো ছাই ।
রঙের মেলায় খুচতে গিয়ে,
আমি ব্যাস্ত হয়ে যাই।
পাখি গুলো সব আকাশ মেঘে পারি দিতে চায়,
মেঘ গুলো সব এলোমেলো কোথায় উড়ে যায়।
সূর্যি মামা ভোরে আলোয়ে হেসে উটে,  
নদীর ঢেঁউয়ে জল গুলো সব ঝিলমিল করে।
নদীর তীরে একলা আমি বসে থাকি,
তবে আমার মনের  কথা শুনবে নাকি।
              _________