আমার গ্রাম মায়ের মতো
আদর করে রাখে,
গ্রামের মানুষ সেই খানেতে
নিরব হয়ে থাকে।
আমার গ্রাম মায়ের মতো
সবুজ সোনার ঘেরা,
নীল পাড়ের শাড়ি পরে
স্কুল কলেজে যায় মেয়েরা।
আমার গ্রাম মায়ের মতো
দুঃখ নাই যে তাতে,
সবাই মোরা মিলে মিশে
থাকি এক সাথে।