যত দূরে তাকাও শুধু নীল আর নীল
দিগন্তে আঙুল ছোঁয়ায় অসীম নিখিল
নীল যেখানে নাচতে নামে ফেনার মেখলা পড়ে
কাঁকড়া সন্ন্যাসী সে নাচেতে তাল সঙ্গত করে  
নীল যেখানে সোহাগ করে সবুজদ্বীপের সাথে
বাতিঘর সেই সোহাগের সাক্ষী থাকে রাতে
আসে আর যায়, প্রবাল জমায়, সাদা বালির হাতে
সেই প্রবালের কন্দরে মাছেরা লুকোচুরিতে মাতে
ম্যনগ্রোভ বন ধরে থাকে পার, দশ হাতে দশ পায়ে
তার বলিষ্ঠ আঙুলের ফাঁকে ঘনজল খেলা করে
দ্বীপ থেকে দ্বীপে ধেয়ে যায় ঢেউ, নৌকো জাহাজ চলে
এই পারে তার সূর্য ওঠে, ওই পারে যায় ঢলে
প্রবাল শুধুই প্রবাল, সাদা বালির অহংকার
ছড়ানো দ্বীপপুঞ্জ মহাসাগরের অলংকার।।