আজকাল, ভালো থাকতে ভয় হয়!
ভালো থাকা মানে তো,
এক অন্ধকার থেকে বেড়িয়ে আর এক
অন্ধকারে ডুবে যাবার মাঝে বিরতির সময়।


তার চেয়ে বিরামহীন
অমানিশাই তো ছিলো ভালো;
মেনে নেওয়া যেত,
পৃথিবীতে আলো বলে আসলে কিছু নেই;
আশা বলে কোনো চেয়ে থাকা নেই;


সুখ এক অলীক কল্পনা, মরীচিকা -
এই ভেবে দাঁতে দাঁত চেপে পার হওয়া যেত,
সীমাহীন ধু-ধু মরুপ্রান্তর।
বাসনার গলা টিপে ফেলে রাখা যেত
কোনো এক কৃষ্ণগহ্বরে।
মনকে চোখ রাঙিয়ে বলা যেত - স, শ, ষ!
সহ্য করো, সহ্য করো, সহ্য করো!


দমচাপা শ্বাস নেওয়ার দীর্ঘমেয়াদি অভ্যাসে
দমকা হাওয়ার বেনিয়ম হলে
পাঁজরেরা অনিশ্চয়তায় কাঁপে!


তিক্ততা যখন জীবনের স্বাভাবিক ছন্দ হয়ে যায়,
রসনায় দু-ফোঁটা মধুর স্বাদ কি তখন বাহুল্য নয়?


আজকাল তাই ভালো থাকতে ভয় হয়!