আরো আরো প্রলুব্ধ করো আমায়,
প্রবৃত্তির তাড়নায় বশীভূত হয়ে যাই,
ক্ষতি তো কিছু নেই!


প্রতিটি ইন্দ্রিয়, প্রতিটি রোমকূপ দিয়ে ভোগ,
শুধুই ভোগের মধ্যে ডুবেও আকন্ঠ পিপাসার্ত আমি;


আরো আরো বিকৃত, কুৎসিত যৌনতার হাতছানি ছড়িয়ে পড়ুক আমাদের সকালের সংবাদপত্র থেকে, সাহিত্য, সংগীত, বিনোদন, বাণিজ্য, সর্বত্র।


হাসিটাও হাসি নেই আর,
রিপুর বিকট বিকারে নিছক মজাতেও
কামের ভরপুর যোগাড়!


প্রতিটি নারী কে শুধুই যোনিপথ ভাবার আগে মনে তো পড়ে না, আমারও জন্ম হয়েছিলো এই পথেই।


ক্ষতি তো কিছু নেই!


আমাদের বিকৃত বিভৎস কামের হাড়িকাঠে বলি হতে আশিফারা, নির্ভয়ারা জন্মাবেই,
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওরা
শুধুই আমাদের কামনার আগুনে ইন্ধন যুগিয়ে যাবে।