পুরনো হলেও হয়নি মলিন
আদরের সেই নকশিকাঁথা,
প্রতিদিন তার বেড়ে যায় ওম
প্রতিদিন বাড়ে নির্ভরতা
কত হর্ষ, কত বিষাদের
রঙ বোনা তার জমিন জুড়ে
কত ঝড়, কত বিপজ্জনক
ঢেউ সামলেছি সাহস ভরে
শুরুতে - সে ছিলো সাধারণ
দিনে দিনে বাড়ে উজ্জ্বলতা
রোজনামচায় বেড়েছে দ্যুতি
বেড়েই চলেছে অপরিহার্যতা
অনেকেই এসে প্রশ্ন করে-
কেমন করে বুনলে এমন?
এত রঙ আর জামদানী কাজ
শিখলে কোথায়, এমন বুনন!
দেখাই তাকে, এই দেখো-
এই ধুসর রঙের জমিনখানা
আমাদের যত দুঃখযাপন..
মধ্যে মধ্যে গাঢ় তীব্র রঙের ছোঁয়া-
মুহূর্ত সব, আনন্দ আর উদযাপনের।
এমনি করেই চলছে যৌথ পরিব্রাজন
দাম্পত্যের অম্ল-মধুর রসাস্বাদন।