দুগগা এলো..
নদীর ধারে কাশের গুচ্ছে
শরৎ এলো,
বৃষ্টি, যাচ্ছি..যাবো করে
ব্যাগ গোছালো,
তাই, আকাশ নতুন নীলে কাচা
মেঘ উড়ালো,
দুগগা এলো।


দুগগা এলো..
কুমোরপাড়ায় সম্বৎসরের
লক্ষী এলো
খাবার-দাবার, পোশাক-আশাক
অনুষঙ্গে নয় বাজুক ঢাক,
ভক্তি গেলো, প্রণাম গেলো..
অষ্টমীর ওই অঞ্জলি ছাড়া
বাকি সবই হুজুগ খেলো
পাড়ার সাবেক বারোয়ারী
বিজ্ঞাপনে মুখ লুকালো
চিরকেলে মাতৃমূর্তি
থীমের চাপে শিল্প হল


প্রদর্শনী.. প্রদর্শনী..
দুর্গা শিল্প প্রদর্শনী
আমাকে দেখো..আমাকে দেখো..
আম জনতাও দিচ্ছে ধ্বনি
দুগগা এলো।


দুগগা এলো..
ধর্ম- টর্ম মানিনা, তাই
পুজো গেলো, 'উৎসব' এলো
প্যান্ডেমিকে সব বন্ধ, তাই
ইউটিউবে দুগগা এলো।