আসলে আমরা সবাই একা...একাই তো!
আত্মসুখমগ্ন;
নিজেরই চারপাশে জাল বোনা ঊর্ণনাভ।
জাল বুনি সম্পর্কের,
জাল বুনি বন্ধুত্বের,
অপরিচয় থেকে পরিচয়ের বৃত্তে
অসংখ্য জমা হয় মুখ।
সেই সব মুখে প্রতিফলিত নিজেরই মুখ,
সুখ, আত্মতুষ্টির অনুরণন।


তবু বৃত্তের কেন্দ্রে আমি একা;
আরও যত মুখ, তারাও তো একা!
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেতুর মত যে জীবন
সুতোর মত দুলছে যে জীবন
সে পথ পেরোতে হবে পায়ে পায়ে একাই।


হেটমুন্ড ঊর্ধপদ হয়ে এসেছিলাম একা;
এক নাড়ির বন্ধন কেটে
জট পাকানো অজস্র বন্ধনে
চলেছে ফিরে ফিরে নিজেরই অন্বেষণ ;


খেলা শেষে আবার ফিরে যাবো একা
অসীম অনন্তে তখনই হারাবো নিজেকে
চৈতন্য সাগরে মিশে যাবো অণু হয়ে, পরমাণু হয়ে।।