করোনা আমাদের শিখিয়েছে -
নাকোশে মুখ ঢাকতে হয়
হাত কিভাবে ধুতে হয়
কনুই ভাঁজে হাঁচতে হয়
পরিচ্ছন্ন থাকতে হয়।


করোনা আমাদের বুঝিয়েছে -
ঘরবন্দি থাকতে হয়
সংক্রমণ কে রুখতে হয়
ভীড় থেকে দূরে থাকতে হয়
স্বাস্থ্য বিধি মানতে হয়


করোনা মনে পড়িয়েছে -
বইয়ের গন্ধ কেমন হয়
পুরোনো ছবি, পুরোনো স্মৃতি
ন্যাপথালিনের গন্ধময়
উদবৃত্ত এই সময়টাতে
নতুন কিছু শেখাই যায়


করোনা এবার ভাবিয়েছে -
ছুটতে ছুটতে থামতে হয়
সম্পর্করা যত্ন চায়
বিস্মৃত কোনো বন্ধু, বা
আত্মীয়, তার খবর নাও।


করোনা মানেই সবটা খারাপ,
নয় এমন
মানুষ ঘরে বন্দী, তাই পরিবেশে
দূষণ কম
তারায় ভরা আকাশ দেখে
ভরছে মন
প্রকৃতি এবার হাপর ভরে
শুদ্ধ হাওয়ায় নিচ্ছে দম