মা মানে, জং ধরা ঘামের গন্ধে
পরম নির্ভরতা
ভিজে ভিজে আদর মাখা
প্রিয় স্মৃতিকথা।


মা মানে, যার কাছে কখনো
বড় হওয়া যায় না
'বাবু' না খেলে, যার কখনো
খেতে বসা হয় না


মা মানে, গানে গানে
আলোকিত এক জীবন
সুরে সুরে বিভোর হয়ে
এক অপূর্ব উদযাপন


মা মানে, অভিযোগের সব তীর
যার দিকে ঘুরিয়ে দেওয়া যায়
'তুমি কিছু জানো না' - যাকে
অনায়াসে বলে দেওয়া যায়।


মা মানে, যে শুধু
দিতে পেরেই খুশী
'আমার কিছু লাগবে না' -
মুখে প্রশান্তি ভরা হাসি


মা মানে, সব কিছুতে
যার তিরতির বয়ে যাওয়া
মা মানে সব আঘাত
যার, হাসিমুখে সয়ে যাওয়া


মা মানে, বুকের ভিতর
হু হু বিষন্নতা
হারিয়ে যাওয়া আঁচল খানা
অপূরনীয় শূন্যতা