একটা যুতসই মাপমতো
মুখোশের খুব প্রয়োজন,
যা কিনা সহজেই আড়াল করবে
আমার যাবতীয় স্বাভাবিক অভিব্যক্তি।


আমার রাগ হলেও মুখোশ হাসবে,
কান্না পেলেও মুখোশ হাসবে,
আমার ষড়রিপু, আমার হাসি, রাগ,
অভিমান, ঝগড়া, আপোষ..
মুখোশের আড়ালে শোভন সুন্দর হয়ে উঠবে।


সারাদিন মুখোশ থাকবে টানটান,
ব্যকরণগত সঠিকতার প্রমাণ
হয়ে, হাসিমুখ রেখে অম্লান;


নিজের আসল মুখ দেখবো কেবল আমি নিজে,
কোনো এক অবসরে, টান মেরে
খুলে ফেলে নকল মুখোশ।
মনের আয়নায় মুখোমুখি দাঁড়িয়ে
লড়ে যাবো, তর্ক করবো, চুমু খাবো
গালাগালি করে গলাগলি করবো।


নিজেকে নিজের মাপে নেওয়ার
জন্য একা আমাকে থাকতেই হবে।