চারিদিকে চাটুকার ঘিরে আছে সব


চেয়ারটি মুছে দেয় কেউ
কেউ ঢাকে ধর্ষিত প্রজ্ঞার শব।
বার্ধক্যের ভীমরতি দিয়ে
কেউ ঢাকে উলঙ্গ বাস্তব


সকলেরই কলমগুলি অর্ধনমিত
সকলেরই কলমগুলি রয়েছে গচ্ছিত
বিকট এক আঁশগন্ধকে রুখতে
সব কলমই আছে কন্ডোম-আবৃত।


এরা সকলেই সুশীল বলে খ্যাত
এরা সকলেই হাত পেতে অবিরত
এরা সকলেই ভীষণ অনুপ্রাণিত
এরা সকলেই বিশেষ পুরস্কৃত।


অনেকেই বাঁদিকে ছিলেন আগে
এখন রয়েছেন প্রশস্ত রাজপথে;
তালে তাল দিয়ে হেঁ হেঁ সঙ্গতে
গন্ডার জীবন,
কেটে যাবে দুধে ভাতে ।