তোমার জন্য শ্বেত করবী,
সকালবেলার প্রথম রবি ।


তুমিই তো সেই কমলকলি !
বাউল, আখর, পদাবলী ।


তোমার সঙ্গে কথকতা,
সনেট, পয়ার, শেষের কবিতা ।


তোমায় দিলাম গানের খাতা,
গাইছে আকাশ বিষণ্ণতা।


তোমার ডাকে বাস্তুহারা,
পথে নামার দাও ইশারা।


পড়ন্ত রোদ, বিকেলবেলা
তোমায় ভেবে একলা চলা।


তোমায় নিয়ে সারা বেলা
টাপুর-টুপুর বৃষ্টি খেলা।


জমা জলে নৌকা ভাসাই
কিশোর বেলার স্মৃতি বোঝাই -


খুলে দিলাম স্মৃতির খিল...
শালুক ফোটা স্বপ্নের বিল ।।