নিকষ কালো আকাশটাতে সূর্য্য দেখা যায় না;
হঠাৎ শমন! আমরা কজন! দিশা খুঁজে পাই না!
উত্তাল জল, চেতনা বিকল, খোলামকুচি দোলে -
          সে এক ছিপখান, তিন দাঁড়
          তাতে অপটু তিন সওয়ার
ঝড় তোলপাড়, মানবো না হার, তবুও লড়াই চলে।


অকাল ঢেউয়ের ঘুর্ণিস্রোতে হারিয়ে যেতে যেতে;
ছিঁড়ে গেছে পাল, বেসামাল হাল, ধরো শক্ত হাতে।
খোলা মুঠি হাল ধরে না, আলো নিবু নিবু;
বুক ডুব-ডুব, জল হিম খুব, আঁকড়ে ধরি তবু
হাতের নাগাল যা পাই, তা খড়কুটো বা কাছি;
হাঁ করা মুখ, শ্বাস ভরা বুক, প্রাণ আছে তাই বাঁচি ।


থেমে যায় ঝড়, এলোমেলো ঘর, আবার গুছিয়ে তুলি;
নতুন করে সুর বাঁধি ফের, বিগত বিপদ ভুলি
দু হাত ভরে, আদর করে, আড়াল দিয়ে রাখি,
          মমতা, প্রেম, ভালোবাসায়
          ছায়া ঘেরা পলকা খাঁচায়
এখানেই সুখ, এখানেই সব, এখানেই থাক পাখী।।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বছর দশেক আগে আমার মায়ের হঠাৎ অসুস্থ হয়ে পড়া, সেই অসুখে, মানসিক ও আর্থিক ভাবে হঠাৎ এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়া, এবং অবশেষে মায়ের রোগমুক্তি... এই উপলক্ষে এই লেখাটি লেখা হয়েছিলো
আজ আসরে শেয়ার করলাম।