আমার দুহাতে রক্ত লেগে আছে,
আলিঙ্গনে তোমারও গায়ে রক্ত;
ফুল খেলবার অবসর নেই আজ,
পাখীদের গানে বোবা কান্নার শব্দ।


আকুতি জানিয়ে ডুবে গেছে চাঁদ কবে!
আমরা ভেবেছি, অন্ধকারই তো ভালো;
অন্ধকারেই জমে যাবে হানাহানি,
অন্ধ কানে হারিয়েছে শুভবানী!


আমার হাতে গুপ্ত অস্ত্র আছে
হাত মেলাতে চাইলে করবে ভুল;
বুকের খাঁচায় যত্নে লালিত ঘৃণা
আর হিংসা আজ করবে হিসেব উসুল।


আমার ধর্ম মহান - তুমি কাফের।
ধর্ম মানে তো গোষ্ঠী, ক্ষমতা, টাকা...
টাকা দিয়ে যায় ভগবানকেও কেনা
কিনেছে কবেই দোজখের শয়তান।


শয়তানী ফন্দির প্যাঁচ-পয়জারে
অন্তরাত্মা বাকহীন, সমাহীত;
পৃথিবী জোড়া ধর্মের চোরাকারবারে
মানবতার ধর্ম নির্বাসিত।।