একদিন, দুদিন, সপ্তাহ...মাস...বছর;
ফেলতে পলক পেড়িয়ে এলাম পাঁচ, পাঁচটা বছর।


দেখতে পাচ্ছো মা?
তোমাকে ছাড়াই কাটছে জীবন
বিন্দাস; ব্যস্ততা।


তোমার অতি যত্নে গড়া
ছোট্ট এই সংসারে
চার থেকে তিন হয়েও
আছি একে অপরকে ধরে
ভালোবাসার জোরে।


মানতে চায় না মন;
সত্যিই তুমি নেই কোথাও
অহেতুক, অকারণ।


আজও আছে মনে
যেদিন তুমি হারিয়ে গেলে
জীবন অবসানে।


পড়ে রইল ঘর, সম্পর্ক;
শাড়ির আলপনা...
লেবুপাতা, তানপুরা আর
গানের খাতাখানা।


কেমন আছো মা ?
তারার আলোয় আকাশ মাঠে
কোন ভুবনের পারে
তুমি একলা বসে সাধছো কি সুর
তোমার বীণার তারে


অথবা কি এসেছো ফের ফিরে!
মায়ায় ঘেরা এই পৃথিবীর
নতুন কোনও নীড়ে


নতুন চোখে দেখছো জগৎ
ফিরছো নতুন নামে,
বইছো চেনা সুরের ধারা
আত্ম অনুসন্ধানে।।