সকলেই পক্ষ নিতে চায়,
হিংসা শান্তিকে গিলে খায়,
বুড়ি চাঁদ চোখ উলটিয়ে চায়,
যুক্তি, বেনোজলে ভেসে যায়।


পড়ে থাকে বিতর্ক শুধু
স্বার্থের এইপারে, ওইপারে
জামা পাল্টিয়ে
পাল তুলে দাও ভাই,
যেদিকে যখন অনুকূল হাওয়া বয়।


সবই তো হয়েছে আজ শোভন
সবই তো হয়ে উঠেছে সহনীয়
রুচি তো কবেই সংজ্ঞাহীন হয়ে
হেজে মরেছে জৈবিক তাড়নায়।


নামতে নামতে হয়েছি সরীসৃপ
মানতে মানতে দেয়ালে ঠেকেছে পিঠ।
জানিনা, কত আরও
সয়ে যাওয়া আছে বাকি,
অজানা সে উত্তর
ভাবীকালের কাছে রাখি