অমৃতে চুমুক দিচ্ছো?
বিষটুকু আমায় দিয়ো,
সইতে পারলে ভালো, নয়তো
সাদা চাদরে ঢেকে দিয়ো।


পৃথিবীতে বড় উত্তাপ জমেছে
মাটি ফুসছে, সবুজ দুষছে,
আকাশ কাদছে, বাতাস হয়েছে গুম;
আগুনে আমার শরীর ঝলসে গেছে!
তা হোক, তুমি দু-হাত সেকে নিয়ো।


নদীখাতে এত রক্ত কোথা থেকে?
বুড়ি নদী মরা বুক চাপড়ায় শোকে;
আমিও ক্রমেই হচ্ছি রক্তহীন,
তোমাকে পরাবো রক্তজবার মালা।


চারিদিকে এখন শুধুই দেখি নীল।
নীল শেয়ালের ধূর্ত চোখের হাসি
নীল পরীরাও স্বপ্ন দিচ্ছে বাসী
মাথা চাড়া দেয় অহংকারের পাচিল।
বেশ, আমিও তবে শনিঠাকুর হই;
ভয় পেয়োনা, নীলা ধারণ কোরো।


তোমাকে সুখী করাই আমার ব্রত
মৃতদেহরা জবাব চায়না কোথাও
তবুও কোথাও অন্ধ ঈশান কোণ
কেউ কেউ ঠিক বুদ্ধিতে দেয় শান।।