বাংলা কবিতা

বাংলা-কবিতা ডটকম (www.bangla-kobita.com) ওয়েবসাইটটি ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম আত্মপ্রকাশ করে। প্রথমে এখানে শুধুমাত্র খ্যাতিমান কবিদের কবিতার সংকলন ছিলো। পরবর্তীতে ২০১০ সালের ফেব্রুয়ারিতে কবিতার আসর (Kobitar Ashor) বিভাগ যোগ করা হয়, যেখানে সদস্যরা তাদের স্বরচিত কবিতা প্রকাশ করতে পারতেন। তারপর থেকে নিয়ে এ পর্যন্ত সুদীর্ঘ পথ পরিক্রমায় এই ওয়েবসাইটটি বর্তমানে বাংলা কবিতার সর্ববৃহৎ অনলাইন সংকলনের পাশাপাশি কবিতা প্রকাশ ও প্রচারের এক অনন্য চর্চাক্ষেত্রে পরিণত হয়েছে। আমাদের কবিতার আসরে প্রতিদিন শতাধিক সদস্য তাদের কবিতা প্রকাশ করছেন। এপর্যন্ত এই আসরে সদস্যদের ৪ লক্ষাধিক কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়াও খ্যাতিমান কবিদের (Kobi) সহস্রাধিক কবিতা এখানে সংকলিত হয়েছে। সেই সাথে আলোচনা বিভাগে (Discussion) কবি ও কবিতার ওপর নানাবিধ শিক্ষামূলক ও গঠনমূলক লেখা প্রকাশের পাশাপাশি আবৃত্তি ঘরে (Abritti) নিয়মিত আবৃত্তির ভিডিও প্রকাশ করছেন আমাদের সদস্যেরা। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এই কবিতার পোর্টালটি প্রতিদিনই আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। আপনি যদি সৌখিন কবি, আবৃত্তিকার, অথবা কবিতা-প্রেমী যে কেউ হয়ে থাকেন, তবে জানবেন যে এই ওয়েবসাইটটি আপনার জন্যই তৈরি করা হয়েছে!

আমাদের বিশ্বাস এই ওয়েবসাইটের সদস্যদের সক্রিয়তা ও সার্বিক কর্মযজ্ঞ বাংলা কবিতা তথা বাংলা সাহিত্যকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নতুন প্রজন্মের বাঙালির কাছে আরও পরিচিত করে তুলবে।

আমাদের ১৬ বছরের অর্জন

  • খ্যাতিমানদের কবিতা ৪,৯৯৮ টি
  • আসরের মোট কবিতা ৫২৮,০২০ টি
  • আলোচনামূলক লেখা ৬,৬৭৫ টি
  • কবিতার আবৃত্তি ৮,৫৩২ টি
  • মোট সদস্য ১৯,৬৪৪ জন
  • কবিতা প্রকাশ করেছেন ১২,৬০৭ জন
  • নিয়মিত লিখছেন ১,৫৩৪ জন
  • বর্তমানে অনলাইনে ৫,৩০৩ জন

সাম্প্রতিক সংযোজন

শিরোনাম
আবৃত্তিকার মন্তব্য
সোলাইমান গুফরান
কবি: শরিফুল ইসলাম
কৌশিক আজাদ প্রণয়
অনিরুদ্ধ চক্রবর্তী
সেলিনা জাহান
তিথি সুস্মিতি
ফয়সাল আজিজ
তিথি
সাখাওয়াত জিসান
মোঃ মাহিম খান
শিরোনাম
মন্তব্য

বাছাইকৃত লেখা


এক কোটি বছর তোমাকে দেখি না

এক কোটি বছর হয় তোমাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার
হবো ভরা দামোদর
… কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে
অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,
ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে
কিংবা বোমারু বিমান ওড়া বিস্তারিত

প্রতীক্ষা

এমন অনেক দিন গেছে
আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি,
হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো ব’লে
নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে-
কোনো বন্ধুর জন্যে
কিংবা অন্য অনেকের জন্যে
হয়তো বা ভবিষ্যতেও অপেক্ষা করবো…
এমন অনেক দিনই তো গেছে
কারো অপেক্ষায় বাড়ি ব’সে আছি-
হয়তো কেউ বলেছিলো, “অপেক্ষা ক’রো বিস্তারিত

হৃদয়ের ঋণ

আমার জীবন ভালোবাসাহীন গেলে
কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর,
খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে
বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর
বাঁধবো নিমেষে। শর্তবিহীন হাত
গচ্ছিত রেখে লাজুক দু’হাতে আমি
কাটাবো উজাড় যুগলবন্দী হাত
অযুত স্বপ্নে। শুনেছি জীবন দামী,
একবার আসে, তাকে ভালোবেসে যদি
অমার্জনীয় অপরাধ হয় হোক, বিস্তারিত

দুঃসময়

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,
সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া,
যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে,
যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,
মহা-আশঙ্কা জপিছে মৌন মন্তরে,
দিক্‌-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা—
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।
এ নহে মুখর বনমর্মরগুঞ্জিত,
এ যে অজাগর-গরজে সাগর ফুলিছে; বিস্তারিত

আমাদের অন্যান্য ওয়েবসাইটসমূহ

বাংলা কবিতার এই আসরের পাশাপাশি বাংলাদেশ বা ভারতকে কেন্দ্র করে আমাদের আর যেসব ওয়েবসাইট রয়েছে তার তালিকা নিচে দেখাচ্ছে। এসব ওয়েবসাইট পরিদর্শনের আমন্ত্রণ রইলো আপনাদের প্রতি।

খ্যাতিমান কবি

বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে যেকোন একজন কবির নামের উপর ক্লিক করুন।

পিডিএফ বই

বিভিন্ন সময় বাংলা-কবিতার পক্ষ থেকে অথবা আসরের সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে কবিতার যেসব পিডিএফ বই প্রকাশিত হয়েছে তার কিছু লিঙ্ক নিচে দেয়া হল। বইয়ের প্রচ্ছদের উপর ক্লিক করে বইটি আপনি ডাউনলোড করতে পারবেন।

দীঘার তটে কাব্য পাঠে ৩২৫৫ বার ডাউনলোড হয়েছে।
উৎসবে মাতি - মার্চ ২০১৭ ৮৭৭৩ বার ডাউনলোড হয়েছে।
আনন্দে মাতি ২০১৬ ১৭৭১৯ বার ডাউনলোড হয়েছে।
উৎসবে মাতি ১৪২৩ ১৫১৭৮ বার ডাউনলোড হয়েছে।
বরষার আয়োজন ৭০৪২০ বার ডাউনলোড হয়েছে।