আজ প্রজাতন্ত্র দিবস
আজ সমস্ত বাঁধা, ক্ষয়, হিংসা, সংশয় অতিক্রম করে আমাদের পাখির মতো মুক্ত আকাশে উড়তে শেখার দিবস।
হিন্দু, মুসলিম, বৈধ্য, খ্রিস্টান সুখে দুঃখে আমরা থাকি পাশাপাশি
আমরা হিংসা ত্যাগ ও অহিংসার পূজারী ভারতবাসী।


আজ পতাকায় বাঁধা দড়ির বাঁধন খুলে দাও
আজ শিশুদের উচ্চস্বরে গাইতে দাও স্বাধীনতার গান,
আজ বলতে দাও নেতাজি, ক্ষুদিরাম, চন্দ্রশেখর, নেহেরু, মহাত্মা, ভগৎ সিং এর সংগ্রাম।
আজ শরীরে গেরুয়া, সাদা, সবুজ রং মেখে জয়হিন্দ ধ্বনি দিয়ে নদীর মতো ভেঙ্গে দিক বাঁধ, শ্রমিকের মতো গুড়িয়ে দিক পাহাড়।


আজ আর ইংরেজদের লাল চোখের হুঙ্কার নয়,
আজ আর কুকুরের মতো পিঠে সপাং সপাং চাবুকের মার নয়,
আজ আর দড়ির সাথে ঘোড়ায় বেঁধে মাটির সাথে নির্নীরব লড়াই নয়।
আজ আর রক্ত মাংস হাড়ের দেহটা যুদ্ধে পরাজিত সৈনিকের মতো মাটিতে মৃত অবস্থায় পরে থাকা নয়,
দুইশ থেকে আড়াইশো বছরের জুলুম আর জালিম শব্দের বচসা নয়।


আজ প্রজাতন্ত্র দিবস
আজ আমাদের দেহে এক বিদ্রোহী প্রাণ আছে তা প্রমান করার দিবস
সরীসৃপ নয় --
আমাদের শরীরে যে শিরদাঁড়া আছে তার প্রমান করার দিবস।
আজ লাখো শহীদের রক্তের বিনিমমে পাওয়া তাজা ধানের শীষ,
আজ প্রাণখোলা মায়ের মুখের হাসির দিবস অহর্নিশ।


ওঠো, জাগো, দাঁড়াও,
ছুটো ঘোড়ার মতো
দেশবাসী নতুন প্রাণ পাবে আজ।
ভারতবাসীর শরীরে জল নয় রক্ত আছে,
বুকে ভালোবাসা নয় আগুন আছে
মাথায় মগজাস্ত্র নয় ক্ষমতা আছে
হাতে কলম নয় অস্ত্র আছে
পায়ে চামড়া নয় ঘোড়ার খুর আছে
তার প্রমান দেবে আজ।


আজ প্রজাতন্ত্র দিবস
আজ আমাদের সকল ভারতবাসীর জন্ম দিবস।


----------------------------------------
24/01/2021/১০মাঘ ১৪২৭)