আমি প্রেমিকার মাথায় লেলিয়ে দেবো প্রেম
ঈশ্বরী আয়ু
ডোমের হাতে চেলাকাঠের পাহাড়
সহানুভূতিশীল আকাশ খুবলে  খাচ্ছে নাবালক মৃত্যুর জরায়ুর রক্ত।


জরাজীর্ন দগ্ধ শোকগুলি নদী তীরে খুঁড়ে যায় বালি
ঘড়ির কাঁটায় কাঁটায় হাহাকার সময়
আমি চোখ থেকে কান্নার এক ফোঁটা ছুড়ে দিলাম একটা সীমাহীন সমুদ্র
আর সেই সমুদ্রে ভেসে গেলো প্রেমিকার গোপন নৌকা।


শুক্রাণু অবগাহনে কুমারীরা অধিকার পেয়েছে আকন্ঠ
পৃথিবীর টুটি চেপে ধরেছি
তাই হাইড্রেন নাভি থেকে শ্বাস নিচ্ছে স্ম্রিয়মান হয়ে।


চামড়ার ভেতরে বাঘের গর্জন
কাঁধ ঝাঁকিয়ে ছুটে গেলো পতিতালয়ের দিকে
অভ্ররঙের খেলা
সরকারি দস্তাবেজে দলিল
যেন কেমিস্ট্রির জারণক্রিয়া।


জীবনের চোরাস্রোতে এক গঙ্গা রক্ত বয়ে যায়
কবরগুলো মানুষের জন্মের কথা জেনে গেছে..
অদূরে সাইনবোর্ডে লেখা আমাদের বুঁদো আঁতুড়ঘরের ইতিহাস।।


--------------------------------------
35/7/2020(০৯শ্রাবন ১৪২৭)