শোনো আমার কথা, বিশ্বাস করো তুমি
আগুন কখনো মিথ্যে বলেনা,
                                         দহনোন্মুখে।
সময় বড় কম,
              এমন মুখফেরানো ব্রত
এমন নিপাট নির্দয়তা
                 তুমি রেখোনা কখনো।


তোমাকে পাইনা আর বইঘরে
তোমাকে পাইনা আর টইটুম্বর স্রোতে।


এই নাও শতাব্দীর উগ্র পারফিউম
এই নাও শরীরের মানচিত্র
কতটুকু জানো নিজেকে? কতটুকু জানো আমাকে?
এই সালপ্রাংশু অন্ধকারে
                               জোনাকি ডাকি


তোমার এই অবহেলা শুধু এ জন্ম নয়
              হোক সহস্র জন্ম।