পদ্মের ঘাটে স্নান করতে গিয়ে নুপুর হারিয়ে গেলো যে কিশোরীর ,
আমি তাকে গোলকধাঁধাঁয় মুক্ত হতে দেখেছি ....
এই ক্ষুদ্র জীবনের অখণ্ড প্র্হরে ।


সুদীর্ঘ দুপুরে দিকচিহ্নহীন বেদনায়
কোনো রং থাকে না , স্বপ্ন থাকে না ।


জুঁইফুলের ডগায় মেঘ ডাকছে
আজ বৃষ্টি হবে ।
চুলচেরা বিষন্নতার নদীস্রোত ,
যেমন আগুনের অভাবে জ্বলে না বিষন্ন ধূপ ।


গোলাপগন্ধী জলে ঘ্ণীভূত হয়ে আসে মেঘ ,
জীবাশ্ম চাটুকারীতার নৈশপ্রহরীরা রঙ্গিন উৎসবে ঈশ্বরতত্বের গান করছে ।


দারিদ্রতা ছিপ হাতে দিন কাটে ,
আড়ষ্ট সঙ্গীত মুখ থুবড়ে রক্তাক্ত ।


আজ অশ্রু ঝড়বে ,
ঘাম ঝড়বে
রক্ত ঝড়বে ॥
______________________
8/5/2020(২৫বৈশাখ ১৪২৭)