ওই দূরে মস্ত শ্যাম কাকুর আম গাছটি ,
                   চল বন্ধু আজ আম পারব যেমন করে হোক বারোটি ॥


বিমল , বাদল দুই বন্ধু ছুটে গেলাম ,
           গাছের নিকটে মস্ত একটা লাঠি পেলাম ॥


কিন্তুু আম পারতে নিয়েছি ঝুঁকি ,
         সূর্য মামাও আকাশ থেকে পাতার ফাঁকে মারছে উঁকি ॥


দুজনে চেস্টা প্রচুর করলাম বটে ,
              কিন্তুু আম পড়েছে চারটে মোটে ! ॥


তাই কস্ট করে চড়লাম গাছে পারব আম ,
              এমন সময় গাছের মালিক শ্যাম ।
মস্ত একটা লাঠি নিয়ে বলল আমায় শিগগির নিচে নাম ॥


ভীত হয়ে বললাম আমি , নামব নাকো নীচে ।
শ্যাম কাকু রেগে বলে , নাম রে ব্যাটা না হলে তর খুলে নেব ঠ্যাং ॥


আরো বলে ---না নামলে তুই আজ ফিরবি নাকো বেঁচে ! ॥


ইতিমধ্যে বিমল বন্ধু লম্ফ দিয়ে পালিয়ে গেছে ছুটে ,
              আজ বুঝেছি বিমল কেন এতো কাজে কুটে ॥


গাছের ধারেই ছিল মস্ত পুকুর ,
            তাই লম্ফ দিলাম জলে ঝাঁপ ,
হঠাৎ দেখি সম্মুখে আমার মস্ত একটা সাপ ! ॥


মাথা তুলে হনহনিয়ে আসছে আমার কাছে ,
             জলের তলায় হাতে আমার কি যেন কামড়ে দিলো !
ভীত হয়ে দেখলাম এতো নিছক মাছ ॥


পুকুর পারে শ্যাম কাকু আগুনের মতো চোখ পাকিয়ে ডাকছে উচ্চস্বরে ,
            নিঃশব্দে জলের তলায় থাকলাম কস্ট করে ॥


কয়েক মুহূর্ত পর দেখি , আর কেহ নেই পুকুর পাড়ে ॥
        তাই উঠলাম জল থেকে ,
মাথার উপরে তাকিয়ে দেখি কাকু চড়েছে গাছের ডালে !


আমায় দেখে নামতে গিয়ে ,
        পটাস করে ডালটি গেল ভেঙ্গে ॥


অমনি কাকু ডালের সাথে পড়লো নীচে খালে ॥


তবুও আমায় ধরবে বলে লাগলো পিছে দৌড় ,
              কাকু রেগে বলে , থাম ব্যাটা চোর ॥


আমার পিছে দৌড়তে গিয়ে খুলল কাকুর ধুতি ,
          হঠাৎ আমি থমকে গিয়ে হাসতে লাগলাম গলা ফাটি ॥


                 ২৭শে জৈষ্ঠ্য ১৪২৬॥মঙ্গলবার /11জুন ॥