মুখে কালো নকাব, লোমশ পা
সিঁধেল চোরের পোশাকআশাক
প্রতিবাদ মিছিলে সামিল হবো নির্নিরব


আমি প্রেমিক নই
যে ভালোবাসার মিছিলে সামিল হবো,
আমি পূজারী নই
যে নৈবেদ্যের থালা নিয়ে এগিয়ে যাবো
আমি শিকারীও নই
যে লড়াই করবো দু -এক টুকরো সেঁকা মাংসের জন্য


আমি বুকের ভিতরে সমুদ্রের উচ্ছশৃখল সাঁতার
আমি ক্ষতবিক্ষত হৃদয়ে প্রাণবায়ু


আজ সূর্য উঠতেও দেরি করেছে, বায়ুপিটকফের দাপট
আমি পেঁয়াজের খোঁসা ছাড়াতে ছাড়াতে একসময় গোটা পৃথিবীকে ছাড়িয়ে নিই
চোরাগোপ্তা নদীর ফ্যাকাসে মুখ
ছুঁচের মতো তীক্ষ চোখে খুঁজে চলেছি সেইসব ফুটপাত
আর পোড়াকাঠ শরীর
পৃথিবীকে ঘিরে ধরার লং মার্চ


ছাতিম বাতাসে উড়ে যাচ্ছে রাতপোকা
আর একঝাঁক মরা কাক
আরো কিছু বেইমান মেঘ ও রক্তের পলেস্তরা


আটপৌরে ধুতি পড়ে হেঁটে চলেছে সহানুভূতিশীল আকাশ
শেষ অন্তরাটুকু লিখে দেবে মহাকাল


ভোর হয়ে এসেছে
মেগমন্দ্রিত চোখ
বেওয়ারিশ পৃথিবীর বিরুদ্ধে কারফিউ জারি
ঝুলবারান্দায় ঝুলছে ঈশ্বরের লাশ
আমি আর ঝুলন্ত ঈশ্বর মুখোমুখি
আমরা দুজনেই পরিযায়ী শরীরের কথা বলছিলাম


---------------------------------------
3/11/2020(১৭কার্তিক ১৪২৭)