জানালার ফাঁক দিয়ে কানে আসে তোমার  বাসন মাজার শব্দ ,
আমার দুরন্ত চোখ খোঁজে তোমরা মুখ ।
ঝরা পাতার বিষন্নতা নিয়ে ঘরে ফিরি রোজ ...
মাঠের পর মাঠ , পৃথিবীর পর পৃথিবী কেঁদে ওঠে বিষাদ ,
শেষ ট্রামে বাড়ি ফেরার আকুতি ।


শীতের পোশাক পড়ে ভোরের আলো তোমার ঠোঁট থেকে ঝরে পড়ে ,
নদীর কোমর বাঁকা চলন, আর আমাদের গতিশীলতা ।


সুপর্ণা জানো ?
আমাদের প্রেমের পাণ্ডুলিপি আজও সংরক্ষিত ।


বিবাগী মন ,
আমি বিষাদের প্রেমিক ।


কফিনে আবদ্ধ বিষাদগ্রস্ত আমাদের ভালোবাসা
ভুলে গেছো তুমি , ?
উষ্ণ সেই রাত .....সেই কুকুর আর পেঁচার ডাক ....


আমি ভুলিনি ..
আমি ভুলতে পারি না
আমি ভুলতে পারি না ॥
---------------------------------------
12/30/19(১৩পৌষ ১৪২৬.)