আজ প্রেমিকার সাথে নয় তার পোষা টিয়ার সাথে অরণ্যে যাবো ,
তারপর আর ফিরবো না ।
যেখানে কলমের কালি থেকে কি ভাবে আস্ত রবীন্দ্রনাথ ঝড়ে পড়ে ,
ফিরে এসো বললেও আসবো না ।


গতরাতে স্বপ্ন দেখি ,
সাগ্নিক ধৈর্য্যর মুখোশ এঁটে আমাকে অনুসরণ করছে ,
অথচ আমার পথ চলা শেষ হয় না ।


ঈষৎ উঁচু ডাল থেকে ঝুকে এলো পাখিদের নীড় ,
দৈববাণীর ন্যায় কানে এলো দেবেশ রায়ের অভিমত ।


ঘুমটা ভেঙে গেলো ,
এক অনন্ত অবিচুয়ারি । উদাস চক্ষু সুবাসিত বেলীফুলের ভগের ডালি সাজিয়ে ..প্রজন্ম ।
কিছু পরিতক্ত কাগজ দিয়ে তৈরি করা নৌকা
নদীর স্রোতরেখায় আত্মহত্যা ।
বাস্তবতার গভীর খাদে নিমজ্জিত সেই টিয়া ,
তার ঠোঁটে রক্ত , মুখে আঙ্গুলের ছাপ ।
জীবন হারিয়ে গেলো টেবিল বাল্বের নিচে ,
স্বপে দেখা সেই অরণ্যে ..
তাই আর ফিরবো না ॥
________________________
15/5/2020(০১জৈষ্ঠ ১৪২৭)