আমি হাসতে গিয়ে কেঁদে ফেললাম সমুদ্র
আমার অভিনয়ে ছলনা ছিল না একফোঁটাও
জোৎস্না রাতের ইচ্ছেরা দিনরাত্রির সোয়েটার বুনতে ব্যস্ত


আকাশ টা রক্তাল্পতায় ভুগছে অনন্তকাল
কি যেন বারবার আমার কান্নার কাছাকাছি নীরবতার ছায়ারং হিসাবে খেলা করছে।


আকাশ থেকে  কবরের মাটি ঝড়ে পড়ছে
বৃষ্টি হচ্ছে মাটির ভিতরে


চারিদিকে চাষিরা ফসলের আগা কেটে রেখে দিচ্ছে পৃথিবীর ওপারে
মাঝে মাঝে দুঃখরা লাঠি ঠুকে দরজায়
প্রেমিকার নাভি থেকে শুরু হয়েছে যে নদী
সেখানে জল ছিলো না একবিন্দুও।


মেঘের তাবুর ভেতরে আমরা ভুলে গেছি রোদের মহিমা
সমুদ্রের ওপর মানুষ দৌড়াচ্ছে
আর গবাদি পশুরা ভাবছে
হয়ত কোনো বিড়ালের অসুখ।


1/7/2020(১৬আষাঢ় ১৪২৭)