শহরে ও গ্রামে সেই বার্তা রটে গেল ক্রমে ক্রমে ,
              শিক্ষকরাও রোষে হতে পারে হাঙ্গর !
নরনারী শুনে মরে শরমে ! ॥


চতুর্দিকে বহুমানুষের কোলাহল , হ্ট্র্গোল ,
     এসে গেছে যেন মহামারী , মহাবিপদ , মহাবিপদ ! ॥


এমন অবিশ্বাস্য খবর রইলো না আর গোপন ,
        ছি ছি এমন কথা বলার নয় !
উনারা দেয় মোদের শিক্ষা ! ধিক্কারের সহিত সমাজ কয় ॥


শিক্ষকরাও বচসার রোষে হতে পারে ণিশ্চেত্ণ ,
       বর্তমান শিক্ষকদের এতখানি হয়েছে অধঃপতন ! ॥


শিক্ষকরা নিছক ঘটনায় বাড়ায় বচসার সোরগোল ,
        নিজেদের মধ্যে দাঙ্গা ,করে বাড়ায় হ্ট্র্গোল ॥
  
মাঝে মাঝে তাহারা ভুলে জয় এটা বিদ্যলয় ,
        আজকাল শিক্ষাতেও এসেছে ভাগার !


মুখে সদায় তাদের মিস্টি হাসি ,
      আর গলায় রাখে বিষ ! ॥


মস্তক ঊর্ধ্ব করে সাপের মতো দেয় মরণকামড় ,
          যেন মহৎ একটা হাঙ্গর ॥


মাইনে আবার সঠিক সময়ে দিতে হলে দেরি ,
      লাগিয়ে দেয় পরস্পরে বচসার ফেরি ॥


পত পত করে ওরাই তাদের অহং পাখা ,
        ভগবানের বেবাক খেলা !
উনারাই নাকি মোদের দেখাবে পথের দিশা ,
        তাহাদের মনে লেগেছে আধ  মরণ নেশা ! ॥


নিছক ক্লান্ত জীবনপথে এই বচসা হ্ট্র্গোল সবই হবে শেষ ,
কিন্তুু শিক্ষার অনন্ত প্রদীপ জ্বলবে নিরন্তর প্রাণপণে ॥


    12/07/19
    ২৭আষাঢ় ১৪২৬॥