কাল ২৫শে ফাল্গুন, আমার গায়ে হলুদ
তোমাকে আর পাঁচটা বন্ধুর মতো ইনভাইট কার্ড দিতে পারিনি
তোমাকে আর পাঁচটা মানুষের মতো চোখে চোখ রেখে বলতে পারিনি -'আসবে কিন্ত '
আমাদের বিচ্ছেদের অনেকটা সময় পেরিয়ে গেলেও
তোমাকে এখনো অপ্রেম বলে ডাকা হয়নি
শুধু মাত্র একটা চাকরির জন্য আমাদের সম্পর্কটা কেউ মেনে নেয়নি।
আমার বিয়েতে তুমি আসবে না জানি
তোমার চোখের সামনে আমি অন্যকারো হবো
তোমার সহ্য হবে না
তোমার চোখ মানতে পারবে না এ বেদনা, এ শোক।
তোমাকে বারবার বলেছি নীলাঞ্জন, সবসময় আমাকে নিয়ে পরে থেকোনা,, একটা কাজের ব্যবস্থা করো..।
এতো প্রেম, এতো চোখে চোখে রাখা সহ্য হবে না.।
তোমাকে বারবার বলতে গিয়েছি --ধরো যদি আমি অন্যকারো হয়ে যায়
তুমি আমাকে না পাওয়ার বেদনায় হ্যাপিতেস করে মরবে,
শুধু ছেলেমানুষি করে আমার বুকে মাথা রেখে বলতে --'কার সাধ্যি আমার কবিতাকে তার কবির থেকে ছিনিয়ে নেওয়া '
কখনো সিরিয়াস হওনি।
তোমাকে বারবার বলেছি এতো প্যাসিয়নেট, রোমান্টিক, আনরিয়েলিস্টিক হয়োনা।
আমার মনখারাপ হলে ভোরের আগে শিশির মাড়িয়ে ঝরে যাওয়া শিউলি ফুল এনে বলতে 'ভালোবাসি 'নবনীতা।
একদিন চোখে কাজল নিলে কাব্যি করে বলতে -এই পৃথিবীর অর্ধেক অসুখ সেরে যায়,
আমি একদিন শাড়ি পড়লে নাকি তোমার অগোছালো সংসারে ছন্দ ফিরে আসে।
আমি জানি এসব কোনোটাই হয়নি, হবেও না কখনো
আমাকে ভুল বোঝোনা তুমি
তোমার মতো আমার বুকে এতো আগুন, এতো সহনশীলতা নেই
তোমার মতো আমার চোখে এতো বৃষ্টি নেই।
কেন জানি না আজ তোমাকে দেখতে ইচ্ছে করছে
জিরাফের মতো গলা তুলে তোমার চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করছে --ভালোবাসি
পারলে আমাকে ক্ষমা করো তুমি----