ইদানিং কাপড়ের গিঁটে অথবা শার্টের হাতায় গোপন করেছি কাঁটার যন্ত্রণা
রাত্রি থমকে গেছে , কিন্তুু আকাশে আলোর মোমবাতি রয়েছে এখনো
রাস্তায় বসে দেখি শেষ হলো আরো একটি যুগের অন্তিম সময়
তারপর পরিহাসের জারিজুরি


স্তিমিত হয়ে এসেছে আমার জীবন
দুই চোখে বাজপাখির ছায়া
মুখ থুবড়ে পড়লাম মৃত্যুর পায়ে


আমার মুখে এখোনো মায়ের দুধের গন্ধ
উঠোনে বসে খুঁটে খুঁটে খাওয়া ভোর থেকে গোধূলি


তোমার নেশায় পৃথিবী মাতিয়ে দিয়ে সময় যেদিন ডুবে যাবে
গলায় কলসী বেঁধে ......সেদিন
সেদিন আর সূর্য উঠবে না


আবার সমস্ত আকাশ কাব্যগ্রন্থ লিখতে বসবে নতুনকরে
মনের রেলিংয়ে আছড়ে পরে ব্যাথার ঢেউ
মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়
মনে পড়ে নলেন গুড়ের স্বাদ ॥
---------------------------------------
14/11/19(২৭কার্তিক ১৪২৬)