পরিযায়ী মেঘের ভেতর এক বিধবার সাদা আঁচল উড়ছে বজ্রের চোখে
নিশুতি রাতের শরীর
আমি পেরিয়ে এসেছি সেইসব অতিথিশালা
চিতার ছাই উড়ছে পালকের মতো
কাগজের পৃথিবী প্রচ্ছদ


কখনো কখনো চিমনির ধোঁয়া গভীর করে দেয় শোক, নিদারুন ছায়া


আলো নেই
শব্দ নেই
মন নেই
কথা নেই


আমার  উন্মাদ শরীরে একটা মানুষ রয়েছে
সে ফিরে যাবে হাওয়ার ভেতর
সে ফিরে যাবে বৃষ্টির ভেতর


হলুদ হয়ে আসে দিনের মর্মর মূর্তি
তারপর গর্ভবতী দ্বীপের দেহরেখা
আমাদের হৃদয় কি পাথরের?


আজকাল প্রকৃতি একফোঁটাও ভালো লাগে না
ভালো লাগে না. নীলহাস, বৃষ্টি, মেঘ হাওয়ার স্তব্ধতা....


বৃহন্নলা পৃথিবী আমাদের লজ্জার
বৃহন্নলা মানুষ আমাদের শোকের
বৃহন্নলা সমাজ আমাদের ঘৃণার।
--------------------------------------
8/10/2020(২১আশ্বিন ১৪২৬)