মাছরাঙ্গার মতোই ছোঁ মারি সমুদ্রে
তোমার ভালোবাসার আসায়


তোমার লেলিহান প্রেমশিখায় দগ্ধ মন
তোমার প্রেমের জ্বর ছুঁয়ে
আমিও কাতরায়


তোমার ভালোবাসার জন্য
কতো না মনের তাগিদ ..
দত্তক দাও তোমার
ধুলোমাখা নগ্ন পাদুখানি


কাঁটাতারের বেড়া
প্রহরীর কৈফিয়ত .
সবই উপেক্ষা করে
চিঠি লিখি রক্তাক্ষরে ...
অশ্রুর ফুটন্ত কালি
ধৈর্য্য ধরো , ঘাম মোছা ..


হয়ত সময় এখন তিক্ত
আমাদের ভালোবাসা চুনী হলে..
ভাসা মেঘ যাবে কেটে ॥
----------------------------------------
3/10/19
১৬আশ্বিন ১৪২৬॥