পাল ছিড়ে উড়ে যাচ্ছে অজস্র পালক
মায়ের আঁচল জনমদুঃখী
শুধুই মুছে চলেছে অশ্রু
চাষিরা শুধু চোখের নোনতা জলে ভাত খায়


আমি আকাশের গায়ে মশারি টাঙিয়েছি
রক্ত দিয়ে ঘটি মেজে চলেছে আমার পূর্বপুরুষ
আমি ঘরবাড়ি, রাস্তাঘাট, পাথরবালি গিলতে গিলতে একসময় গোটা পৃথিবীকে গিলে ফেলি


কুকুরের কান্না
গণিকালয়ে যোনির ছু কিৎ কিৎ
আমার পাঁজরে মাইল মাইল সুড়ঙ্গ


কোথাও যেন হেসে ওঠে মৃত্যু
মৃত্যু,
যার কোনো দেহ নেই, আকাশ নেই
যা আছে তা কেবল অন্ধকার আর মত্তকা, নগ্নতা


কোথাও যেন খেলা করে দুঃখ
দুঃখ
যার কোনো ঠিকানা নেই, রূপ নেই
যা আছে তা কেবল যোনির আর্তনাদ, জ্বালা


পাণ্ডুলিপি মেঘ
ওলোটপালোট হাওয়া
কে যেন বলে গেলো এই পৃথিবীর নাম
পৃথিবী পরিবর্তে দাহনারী  রাখা উচিত
এমনই ছিলো সংবাদ।
----------------------------------------
6/11/2020(২১কার্তিক ১৪২৭)