এখনো তেমন কিছু বয়স হয়নি
ভুলে গেলে ---দেবারতি মজুমদার?


মনে করো, মনে করে দেখো
কাজলরেখা, ডাগরচোখ
আমাদের সবুজ দুপুর, তোমায় নিয়ে লেখা কতশত কবিতা --


এখনো তেমন কিছু অন্ধকার হয়নি
তোমার কাছে রয়েছি, স্পর্শ করো --দেবারতি
আমাদের মাতাল চাওয়া, আমার বুকের ছায়াপথ।


অদৃশ্য এক মায়াজাল আমাদের জবুথবু জীবনে ছড়িয়ে পড়ে গোপনে
আমি আজও তোমায় নিয়ে লিখে চলেছি ভাঙচুর  উপন্যাস,
এঁকে চলেছি আকাশের গায়ে তোমার কাজল চোখ।


এখনো তো তেমন কিছু সময় হয়নি
হাতে হাত, চোখে চোখ, শরীরে শরীর, মনে মন রাখা বাকি...
শেষ ট্রেন চলে যায়
দাঁড়িয়ে থাকে ভীষণ একা প্লাটফর্ম।


তারপর ---
তারপর একদিন আমিও হয়তো ভুলে যাবো ঠিক তোমারই মতো
সেদিন আমার চোখ থেকে জলের পরিবর্তে বেরুবে আগুন।


তোমাকে ছাড়াই ভালো রাখতে হবে এখন
তোমাকে ছাড়াই উপন্যাস লিখতে হবে এখন
তবে শেষ অধ্যায় থাকবে না ---দেবারতি মজুমদার
আমাদের ভালোবাসার
আমাদের কাছে না আসার।


----------------------------------------
21/11/2020(০৫অগ্রহায়ন ১৪২৭)