জীবন যুদ্ধে কলসির কানায় লিখছি নির্ভেজাল কবিতা
চারিদিকে তবুও শকুন আর চিলের অদ্ভুত উল্লাস
কার্নিশ বেয়ে অন্ধকার, মেঘেদের সাথে আঁতাত।


এই ঘোলাটে পৃথিবী লোভনীয় এবং ফ্যাকাসে।
একটি বন্য বাতাস
তোমাকেও বর্ননা করেছিলাম শীতকাল
যা শুকিয়ে যায় গ্রীষ্মের আবহে।


আমার সৌন্দর্য, যৌবন শুষ্ক সময়ের দাবদাহে
আমার তৃষ্ণা মেটানো ভালোবাসাও শূন্যে।


আশা করি আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রশংসা করেছি
আমার হৃদয় আন্তরিকতার সঙ্গে।
তুমিও শুকিয়ে যাবে আমার অনুপস্থিত প্রেমে।


দৃষ্টি অন্যত্র দূরে


আমি তোমার হৃদয়ের কথা শুনেছি
খুবই গম্ভীর
নয় রোমান্টিক।


---------------------------------------
18/8/2020(১ভাদ্র ১৪২৭)