আমি ঢকঢক করে গিলতে থাকলাম কনক্রিট দেওয়াল, পাথর, মোজাইক মেঝে পৃথিবীর নির্যাস
হাউমাউ করে কেঁদে চলেছে ইতিহাস
পথগুলো কেমন ফ্যাকাসে হয়ে গেছে
বুড়ো সূর্য আজকাল আর আলো দিতে পারে না তেমন


ঝিলামের বুকে মুখ লুকায়
কথাবীজ ছড়িয়ে এলাম মাঠে
রক্তিম আকাশ
পৃথিবীকে এইভাবে নিমেষে উলঙ্গ করে ফেলেনি কেউ এর আগে


এখানে কয়েক শতাব্দী ধরে পাতা আছে জীবন্ত লাশের বিছানা
কেন্দ্রীভূত করি দুঃখের প্রত্যেকটি সময়
শূন্যতার মাঝে মহীরুহ গড়বো বলে


কোথায়?
কোথায় মায়ের আঁচল
কোথায় বাবার স্নেহ !


কাশির সঙ্গে রক্তবমি আর খুবলে নেওয়া হৃদপিন্ড
অদূরে ভেসে আসে জাহাজের সাইরেন, মৃত্যু সংবাদ


এক জন্ম থেকে কয়েক জন্ম দিনভিখিরি
অনর্গল দুঃখ গিলছি
শৃঙ্খলাহিনের সংহিতা যেমন হয়
দক্ষিণ দুয়ারী দুঃখের লালন ফকির


আমার কোনো নদী হয়ে বয়ে চলা নেই
নেই কোনো আৰ্চিভমেন্ট অ্যাওয়ার্ড
যা আছে তা কেবল দুঃখের সমারোহ।


---------------------------------------
6/12/2020(২০অগ্রহায়ন ১৪২৭)