বুকের ভেতর সুক্ষ পৃথিবী
দুঃখ গুলোই আমার অলঙ্কার


তরবারির ডগায় আমার চিবুক
জ্বলন্ত উনুনে অপরিণত স্বপ্ন


আমার চোখে অনবরত বৃষ্টির স্রোত
হৃদয়ের পিশাচ
পরস্পরে লেগেছে দন্ধ


মানুষ ভীড় জমিয়েছে জুতোর  দোকানের মতো
অভিবাবকের আদুরে কণ্ঠে ঘুমে আচ্ছন্ন
শিশুর দল


শিরদাঁড়ায় ক্ষণে ক্ষণে বিদুৎ এর ডাক
আমার পায়ে কাঁটার মতো ফুটে রয়েছে কয়েকটি ক্ষত


বিদ্যূতের শব্দে আকাশের কাঁচ চূর্ণবিচূর্ণ
রক্তের বহর
ঢেকে রেখেছি জামার ভেতরে ॥
---------------------------------------
8/10/19(২১আশ্বিন ১৪২৬}