দুরন্ত মেয়ে, কার চোখে চেয়ে, প্রেমে পড়েছিল ওই চোখ?
গোধূলি শেষে, ভালোবাসার দেশে, ছুঁয়েছিল কি সেই রোগ !


দুরন্ত মেয়ে, কাজল চোখে চেয়ে, আকাশপানে ধেয়ে, এসেছে কি তার মেঘ..
রোদ জ্বলা দুপুরে, প্রেমের পুকুরে, দিয়েছিলে ডুব?


নুপুর পায়ে আঁচলে শিউলি ফুল কুড়িয়ে সাজিয়েছিলে বাসর !
দহনের দিনে, বুকে সহনের ব্যাথা লুকিয়ে, বৃষ্টির মতো করে, সারা শরীর ভিজিয়েছিলে.,


দুরন্ত মেয়ে, দূর দেশে চেয়েবলেছিলে,... যতদূর চোখ যাই
যতদূর যাই না
সবখানে তুমি নেই তবুও যে মনের দেশে তুমিময় আয়না।


কতটুকু ভালোবাসা চাও,
যতকুটু পেতে চাও, মেঘলা দিনে খোলা ছাদে  বৃষ্টিতে  ভিজে নাও।


দুরন্ত মেয়ে, তবুও যদি ভালোবাসা নাহি পাও
ঘুম থেকে উঠে, জানলা খুলে, শরীরে একচিলতে রোদ মেখে নাও.।


উন্মাদ মেয়ে, পড়ন্ত রোদে যদি দেহে জ্বলে আগুন
তবে গাছের তলায় যাও,


কেউ কেউ পুড়ে যেতে চাই
যাদের তোমার মতো কোনো প্রেমিক নাই।


দুরন্ত মেয়ে, মন খারাপ হলে দুম করে রাত হয়ে যেও
প্রেমিক ছায়া না দিলে, এমন আলোর চেয়ে আঁধার অধিক শ্রেয়।
দুরন্ত মেয়ে, হঠাৎ যদি কোনোক্রমে চেনা পথের বাঁকে
দেখা হয়ে যাই
তখন তুমি কি খুব হবে অচেনা?
নাকি মুখপানে চেয়ে, বিবশ হয়ে, কাটিয়ে দেবে সারাবেলা।
---------------------------------------
9/10/2020(২৩আশ্বিন ১৪২৭)