চুপ করো। কেঁদো না।
এই নিঃসঙ্গ মানুষের পাশে তারুণ্য ছুঁয়ে বেঁচে থাকা
              তোমাকে মানায় না।
আমার অসুস্থতার খবর শুনে যারা আমার মৃত্যুকামনা করে
তাদের জানাই অভিনন্দন --
সবাই তো বাঁচে না
                 কেউ কেউ বাঁচে।
আমার তর্জনী ধরে বসে অঝোরে কাঁদা
                তোমাকে মানায় না,
সেদিন দুঃসাহস করেই তোমাকে ভালোবাসি বলা,
চুলে কলপ করা, রঙিন চশমা পরা
এই বাঘিনীর চোখে ঘাসফুল মানায় না।
শোনো, মুখ তোলো আমার অপরাজিতার আলো
চুপ করো
আজও দুঃসাহস করেই চলে যেতে চাই।