পৃথিবী কাঁপছে
লুডিক পাখির কিচিরমিচির
আমি আকাশে নগ্ন পায়ে হাটঁছি আর ধুলো উড়ছে বিষাদের


মেয়েরা শরীরের দোকানঘরে জড়িয়ে নিয়েছে বিষণ্নতার চাদর
ক্লান্ত মেঘ গুটিয়ে নিয়েছে তার বিস্তার
আর হাওয়ায় কাপড় উড়ছে
আমাদের মা খুঁজে চলেছে লজ্জা ঢাকার আর এক পৃথিবী


কারা যেন মেঘে মেঘে আগুন লাগিয়ে চলে গেছে নিরুদ্দেশে
রক্ত পড়ছে চিতা নেভানোর জন্য
হলুদ হয়ে এসেছে নৌকার মাঝি
সূর্যের ভেতরে একটা কদম গাছ
একটা গরু আর গ্রামের করুন মুখ ভাসছে


বৃহন্নলার সঙ্গম
সূর্য নকল হয়ে আলো দিচ্ছে
গাছেরা আত্মহত্যা করেছে জমজ নদীতে ডুবে


সূর্যেও কলঙ্ক আছে
কে যেনো শুনিয়ে গেলো এমন দুঃসংবাদ
অথচ অনর্থ আগামী সকাল


একটা পাঁচবছরের শিশুর পেটে জন্ম নিয়েছে আর এক শিশু
পুনরায় ঝড় উঠবে
নদী তার গতির বাঁধ ভাঙবে
তাই পৃথিবীর হাত কাঁপছে
ওই দুর্বল মেঘে মেঘে জন্ম নেবে আর এক পৃথিবীর
বজ্রপাত আর তুমুল বৃষ্টিপাতের আঁতুড়ঘরে।


=--------------------------------------
1/11/2020(১৫কার্তিক ১৪২৭)