ঘিরে ফেলেছ তুমি আমায় সমস্ত দিক থেকে ,
                 তবে লজ্জায় কেন গো রয়েছ মুখখানি ঢেকে ! ॥


যদি এই দূরত্ব সত্যই ভালোবাসার গভীরতা দেয় বাড়িয়ে ,
              তবে হোক এই দূরত্ব যাক পৃথিবীর সীমানা ছাড়িয়ে ॥


বহুদিন পরে ফিরে এসে
                 তখনও যদি আপন করতে লাগে কুণ্ঠাবোধ ,
              তখন মৃত্যূকে করব আপন
নেব না কোনো পরিশোধ ॥


সেদিন বুঝবে আমি কতখানি বাসি ভালো তোমায় ,
                বুঝবে সেদিন তুমি যেদিন আর পাবে না আমায় ॥


সেদিন বিলাপকরে বলবে আপনমনে ,


               ' ' অভিমান করে দিইনি সাড়া
চলে যাবে তাই বলে ' ,
           অন্তরেতে ছিলে না কি তুমি ,
সামনে আমি থাকিনি বলে ! ॥ ' '


             ১৫জৈষ্ঠ ১৪২৬/30মে 2019॥