একেকদিন বাবাকে দেখেছি হাড়িতে ভাত নেই দেখে
খিস্তি দিয়ে উঠে যেতে,
একেকদিন বাবা রক্ত বেচে নিয়ে আসে
            কলা, আঙ্গুর, মিহিদানা


জন্মদিনে
             মা শরীর বেচে করে দেয় চন্দন গন্ধে পায়েস।
আমার ভিতরে যে জলতরঙ্গ বাজাও, কাঁদো
কেউ কেউ বলে পাতা পুড়াও, ঘুড়ি উড়াও।
একেকদিন জিরাফের মতো গলা তুলে
শাড়ি পরে নেচে নেচে পয়সা তুলি।


একেকদিন লোক নিয়ে ঘরে ঢুকি
          দুইজনে পাশাপাশি-দুর্লঙঘ্য ডিঙিয়ে --
একেকদিন পথ পানে চেয়ে চেয়ে কেটে যায় বেলা --
চোখের নিচ দিয়ে উড়ে যায় চিল ----