অন্ধকারের হাতে লন্ঠন ধরিয়ে এগিয়ে গেলো সময় ,
পূর্বজন্মের মেঘের দাপটে ঘুম আসেনি কয়েক শতাব্দী ।


মায়ের চোখের জলে ভেসে গেলো পৃথিবী ,
এমন পরিস্থিতে
আমার প্রেমিকার কথা মনে পরছে ।


আর  ক্ষুধার্তের পেটে বাঘের গর্জন ,
এখানে সূর্য ওঠা বারন ,
তাই রাতের নিঝুম শব্দ কানে আসে ।


মরা সমুদ্রের ওপর ভেসে যাচ্ছে প্রেমিকা
ছুটে চলেছে চোখের গাড়ি ।


তোমরা প্রেমিকা বলতে কি ভাবছো জানি না
আমার কাছে প্রেমিকা বলতে নিস্তব্ধ বাতাস ॥
________________________
6/5/2020(২৩বৈশাখ ১৪২৭)