পরিশেষে আমি একটা মৌচাকের ভেতর আশ্রয় নিলাম
তোমার ঝাঁঝে মাতাল একটা গাছ
গোপন বস্ত্রে পিরিয়ডের দাগ
তলপেটে নদীর স্রোত


অনীহার অনলে পুড়ছে একটা আস্ত হরিণ
নোংরা স্বপ্ন
সবাই চাটছে
আমি ক্রমশ মোহিত হচ্ছি সেই আঁধারে


এখনো ভোর হয়নি
সময় এসে আমার গায়ে পরিয়ে দিয়েছে নষ্টের মুখোশ
স্বৈরাচারী পশু
পোশাকে যৌবনের দুর্গন্ধ


আকাশে বস্ত্র বিলিন হচ্ছে ধীরে ধীরে
কুয়াশায় লাজ ঢাকার বৃথা চেস্টা
অথৈ আলো শুকিয়ে দিচ্ছে রক্তের দাগ
সূর্য্যের আলো গায়ে পড়তেই আমি নিষ্কলুষ শঙ্খ ॥


----------------------------------------
17/10/19