তোমাকে ভালোবেসে দেখেছি
                                     অশ্রু
কোমর বেঁকিয়ে অদৃশ্য হয়েছে সুখ


.সান্যাল বাড়ির ছেলেরা আমাকে পাগল বলতো
আমি ভ্রুক্ষেপ করিনি কোনোদিন


ঠোঁটের কামড়ের ভাঁজে অপেক্ষার প্রহর গুনেছি
ভেতর টা গজগজ করে ওঠে


লগ্ন পেরিয়ে যায়


মালাবদল, শুভদৃষ্টি সব এখন আলো আঁধারির খেলা


তোমার চোখ ছুঁয়ে নেমে আসে শোরগোল , অজুহাত
সাঁঝ যতোই জোরালো হয়
তোমার চোখের কাজলটুকু মুছে যায় ধীরে ধীরে


এই চৈতরোদে দোতারায় সুর তোলে এক উন্মাদ বাউল
একান্তে উদগ্রীব হয়ে মাথা নাড়ছে প্রজাপতি


শোনো সেলুকাস বিচিত্র এই দেশ, বিচিত্র মানুষ , বিচিত্র প্রেম


মুখ থুবড়ে পড়ে আছে একমুঠো ভালোবাসা
যেমন হালখাতায় পড়ে থাকে কলমের ছোঁয়া ॥
_________________________
24/4/2020(১১বৈশাখ ১৪২৭)