স্তনের পৃথিবী
কি নিপুন নির্বীজ ঢুকে যাচ্ছি মাটির যোনি ভেদ করে
লোকালয়ে তীরবিদ্ধ বধূর যৌবন নদীর কলস্বর
ছিঁচকাঁদুনে আকাশ চিত্রল হরিণীর চোখ


অনন্ত সলিল শরীর
তপ্ত শ্বাস ফেলে মাইলস্টোন পেরিয়ে গেছি
স্মৃতির ফ্রেম হুইসেল বাজিয়ে ডাহুকের মতো তারুণ্যের ক্ষুদিত কন্ঠে আক্রোশ
ফাউনস্টেইন পেনের শোক অস্ফুট নাইট কুইন


রাতুল গোলাপগুচ্ছ
ব্যরিকেড পথে খাদ্যের কাঙাল গোপন প্রকোষ্ঠে রেখেছিলো হেলিকপ্টার
নীল ছুঁই ছুঁই মেঘের সুশীতল ইলশেগুঁড়ি
মেঘ কথা রেখেছে মেঘের বিছানায়


মেঘ হতে চাই
বৈকল্য অন্ধকারে শহীদের রক্ত
সমুদ্র ফেনায় অমলিন করুন ভায়োলিন
প্রেঙ্গুইন চটুল পায়ে কিশোরীর হাত ধরে শবাগার।


------+---------------------------+--
27/8/2020(১০ভাদ্র ১৪২৭)