তোমাকে আগেই বলেছি, আমার অসহায়তা
মৃত মা শুয়ে আছে খাটে
মৃত বাবা, মৃত বোন তুলে নিই পিঠে,
মোমবাতি পুড়ে যায় টেবিলে, তুমি এলে না।


তুমি সব জানো, ফুঁ এর ফর্মুলা
ফুঁ দিলেই নিভে
                ফুঁ দিলেই জ্বলে।
চারিদিকে চেয়ে দেখো
                   কেউ হাসে না
                      কেউ কাঁদে না।


আমার উদোম শরীরে তুমি ছুড়ে দাও আধুলি
তোমাকে আগেই বলেছি,
আমার শোবার ঘরে
                           আফিমচাষ।